৩০ টাকা দরে চাল পাবে ১ কোটি পরিবার
২৫ জুন ২০২৩ ১৮:১৬
ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা আগামী জুলাই থেকে অন্যান্য পণ্যের সঙ্গে পাঁচ কেজি করে চাল পাবেন বলে জনিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বর্তমানে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। আগামী জুলাই থেকে তাদেরকে ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া হবে।
রোববার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩ এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এক কোটি পরিবার সারা বছরই এই চাল পাবেন। পাশাপাশি আমাদের ওএমএস চলতে থাকবে। আমরা ওএমএসের ডিজিটাল কার্ড তৈরি করছি। টিসিবির জিনিস যখন পাবেন, তখন একই প্যাকেটে তাদের এই চাল দেওয়া হবে। আমাদের কাছে আসতে হবে না, ওএমএস ডিলাররা তাদের এটি দেবে। অর্থাৎ টিসিবিতে আরেকটি পণ্য হিসেবে এই চাল যুক্ত হয়েছে। এক কোটি পরিবারের যাদের কার্ড আছে, যখনই তারা টিসিবির পণ্য পাবেন, তখনই তারা এই পাঁচ কেজি চাল পাবেন।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘চালের দাম যখন একটু বাড়তির দিকে থাকে, তখন সারা দেশে প্রায় দুই হাজার ৫০০ ডিলারের মাধ্যমে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালিয়েছি। শুধু বিতরণই না, বাজেটে যা ছিল, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমরা তার চেয়েও বেশি মানুষের কাছে বিতরণ করেছি। অতিরিক্ত দুই লাখ মেট্রিক টন ওএমএস বিতরণ করেছি।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘৫০ লাখ পরিবারকে যে নিয়মিত পাঁচ মাস খাদ্যবান্ধব সহায়তা দেওয়ার, তা দিয়েছি। তারা প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। করোনাকালীন পাঁচমাসের জায়গায় আমরা আরও একমাস বাড়িয়ে বিতরণ করেছি। শুধু তা-ই না, করোনার সময় বিশেষ খাদ্যবাবন্ধব কর্মসূচিতে প্রতি জেলায় ১০ টাকা কেজি দরে চাল তালিকা ধরে বিতরণ করা হয়েছে। এখন এই সহায়তার এনআইডিভিত্তিক ডিজিটাল কার্ড তৈরি করা হয়েছে।’
সারাবাংলা/জিএস/ইআ