Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্পে ৪৪০০ কোটি টাকা দিচ্ছে এডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৩ ১৯:০৪

ফাইল ছবি: রেললাইন

ঢাকা: চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্পে ৪০ কোটি ডলার বা প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এজন্য রোববার (২৫ জুন) একটি ঋণচুক্তি সই হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির বাংলাদেশ মিশনের অফিসার ইনচার্জ নিয়াগবো নিঙ্গ।

এডিবির এ ঋণ ৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ঋণের সুদের হার হবে ইউরোর (লন্ডন ইন্টার ব্যাংক ওফারর্ড রেট) এর সঙ্গে শূন্য দশমিক ৫ শতাংশ ও ম্যাচুরিটি প্রিমিয়াম শূন্য দশমিক ১ শতাংশ। আরও আছে অবিতরণ করা ঋণের উপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ।

ইআরডি সূত্র জানায়, সাউথ এশিয়ান সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে প্রজেক্ট, ফেইজ-১, ট্রান্স ৩ এর আওতায় এ ঋণ দিচ্ছে এডিবি।

বাংলাদেশ সরকারের ফাস্ট-ট্র্যাকভুক্ত এ প্রকল্পের আওতায় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার নতুন সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ করা হবে।

এতে পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে রেলযোগাযোগ স্থাপন হবে। এ ছাড়া যাত্রী ও মালামাল পরিবহনে বাংলাদেশ রেলওয়ের অংশীদারিত্ব বাড়বে।

সারাবাংলা/জেজে/পিটিএম

এডিবি টপ নিউজ রেল প্রকল্প

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর