Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ কর্ম দিবসে সচিবালয়ে ঈদের আমেজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৩ ১১:১৫ | আপডেট: ২৬ জুন ২০২৩ ১৪:১২

ঢাকা: ঈদের এখনও বাকি তিনদিন। পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ সোমবার (২৬ জুন)। এরই মধ্যে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় জুড়ে দেখা যাচ্ছে ঈদের ছুটির আমেজ। এবার ঈদের ছুটি একদিন বেশি পাওয়ায় যোগ হয়েছে বাড়তি আনন্দ।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ফলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

বিজ্ঞাপন

গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছিলেন, মানুষ ঈদের আনন্দ যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ঈদের আগে সাধারণত একদিন ছুটি থাকে। আরও একদিন আগে ছুটি দেওয়া গেলে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু থাকে। এবার ছুটি বাড়ানোর এটাও একটা কারণ।

এর আগে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গত ঈদুল ফিতরের সময়ও একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়েছিল। সে অনুযায়ী- ২১, ২২ ও ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি ছিল। তার আগে ১৯ এপ্রিল (বুধবার) ছিল শবে কদরের ছুটি। মাঝে ২০ তারিখ ছুটি ঘোষণা করায় ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর