Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মাস পর হিলি দিয়ে এলো কাঁচামরিচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৩ ১৪:১১

দিনাজপুর: দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে দীর্ঘ ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে ৭ মেট্রিকটন কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়। সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচ গুলো আমদানি করেছেন।

এদিকে কাঁচামরিচ আমদানিতে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে ১৯০০ মেট্রিকটন আমদানির অনুমতি পত্র (আইপি) নিয়েছে। হিলি স্থলবন্দর উদ্ভিদসংঙ্গ নিরোধ কেন্দ্রের উপ সহকারি ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রয় হচ্ছে কাঁচামরিচ। দুইদিন আগে প্রতিকেজি পেয়াজের দাম ছিল ১২০-১৩০ টাকা এখন ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রয় হচ্ছে। তিনদিনের ব্যবধানে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে করে অনেকটা বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে কাচামালের খুচরা ব্যবসায়ী সাকিল বলেন, ‘কয়েক দিনের তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ একটু বেশি। তার পরেও দাম তিনদিনের তুলনায় কেজিতে প্রায় ৭০ থেকে ৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। শুনতেছি ভারত থেকে নাকি কাঁচামরিচ আমদানি হবে। আমদানি হলে দাম হাতের নাগালে আসবে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদসংঙ্গ নিরোধ কেন্দ্রের উপ-সহকারি কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘গতবছর ২৪ আগষ্ট থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাচাঁমরিচ আমদানি বন্ধ ছিল। আজ থেকে আবারও আমদানি শুরু হওয়ার কথা।’

তিনি বলেন, ‘সততা বাণিজ্যালয় বিকে ট্রেডাস, প্রমি এন্টারপ্রাইজ এবং রয়েল ট্রেড ইন্টার ন্যাশনাল নামের কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচ আমদানির জন্য অনুমতি পত্র (আইপি) পেয়েছেন। তারা ১৯০০ মেট্রিকটন মরিচ আমদানি করবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

কাঁচামরিচ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর