ওয়াগনার বিদ্রোহের পর ফ্রন্টলাইনে গেলেন সের্গেই শোইগু
২৬ জুন ২০২৩ ১৪:৩৯
ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর প্রথম প্রকাশ্যে আসলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সোমবার (২৬ জুন) ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনের কমান্ড পোস্টে দেখা গেছে তাকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। কমান্ড পোস্টে ধারণকৃত একটি ভিডিওতে শোইগুকে দেখা যায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিদর্শনের সময় শোইগু কমান্ডার কর্নেল জেনারেল ইভজেনি নিকিফোরভের কাছ থেকে ফ্রন্টলাইনের পরিস্থিতি, ইউক্রেনের কৌশল এবং রুশ সামরিক বাহিনীর পরিচালিত অভিযান কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন শুনেছেন।
এসময় শোইগু যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ করার আশ্বাস দেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। তার বাহিনীর উপর রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর এ কাজে তিনি দায়ী করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। তিনি মস্কো গিয়ে শোইগুকে শাস্তি দেওয়ার কথাও বলেছিলেন।
ইউক্রেন যুদ্ধের রাশিয়ার ব্যর্থতার জন্য কয়েক মাস ধরে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে দায়ী করে আসছিলেন ওয়েগনার বস প্রিগোজিন। তার মতে, ইউক্রেন যুদ্ধে হাজার হাজার রুশ সেনার প্রাণহানির জন্য শোইগুর ভুল রণকৌশল ও অব্যবস্থাপনা দায়ী। শনিবার সশস্ত্র বিদ্রোহের ডাক দিয়ে মস্কো অভিমুখে অভিযান চালানোর সময় প্রিগোজিনের দাবি ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সের্গেই শোইগুকে বরখাস্ত করা। তবে দৃশ্যত তার এ দাবি মেনে নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আরও পড়ুন
- ওয়াগনার গ্রুপ রুশ সেনাদের পিঠে ছুরিকাঘাত করেছে: এফএসবি
- রুশ সামরিক নেতৃত্ব উৎখাতের প্রতিশ্রুতি ওয়াগনার প্রধানের
- ওয়াগনার সেনাদের ঠেকাতে রাশিয়ায় সামরিক তৎপরতা
- ওয়াগনার প্রধানের বাড়ি থেকে ৪০০ কোটি রুবল উদ্ধার
- জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন
- বিদ্রোহীদের দমনে চেচেনরা প্রস্তুত: রমজান কাদিরভ
- ওয়াগনার সেনারা মরতে প্রস্তুত: ইভজেনি প্রিগোজিন
- মস্কোর বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহ
- শীর্ষ রুশ জেনারেলদের চান ওয়াগনার প্রধান
- রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করেছে লাটভিয়া
সারাবাংলা/আইই