প্রতিবেশীকে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত ৩ ভাই গ্রেফতার
২৬ জুন ২০২৩ ২০:১৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধর ও কুপিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন ভাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৫ জুন) নগরীর ফিশারিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- পটিয়া থানার দক্ষিণ চাটরা মৌলভী পাড়ার মৃত ইসলামের ছেলে মো. জামাল (৩৫), কামাল হোসেন (৩২) ও আবদুস ছবুর (৪০)।
র্যাব-৭ চট্টগ্রামের স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘২০১৫ সালের ১২ জুলাই পুকুরে গোসল করার সময় শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী কামাল উদ্দিনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় আসামিরা। ওই ঘটনায় নিহতের ভাতিজা জোবাইর হোসেন বাদী হয়ে পটিয়া থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।’
তিনি আরও বলেন, ‘মামলার পর পরই প্রধান তিন আসামি আত্মগোপনে চলে যায়। এ মামলায় আসামিদের অনুপস্থিতিতে আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। গতকাল (রোববার) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ভাইকে গ্রেফতার করে র্যাবের একটি টিম।’
সারাবাংলা/আইসি/পিটিএম