Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজির যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৩ ২৩:০২ | আপডেট: ২৬ জুন ২০২৩ ২৩:০৭

চট্টগ্রাম ব্যুরো: পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন নুরে আলম মিনা। তিনি এর আগে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার (২৬ জুন)চট্টগ্রাম রেঞ্জের ৬১তম ডিআইজি হিসেবে তিনি দায়িত্ব নেন।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দায়িত্ব গ্রহণের আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের জন্য নির্মিত জাগ্রত ৭১ ও রণবীর ৭১- এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

২০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নুরে আলম মিনা বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার ও রংপুর মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম ডিআইজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর