Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁকা হচ্ছে ঢাকা

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ১২:১৯

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে মানুষ ঘরমুখী হতে শুরু করেছে। ঢাকাও ফাঁকা হচ্ছে। তবে ঈদ উপলক্ষে কত লোক ঢাকা ছেড়ে যাচ্ছে তার কোনো পরিসংখ্যান নেই। তবু ধরে নেওয়া হয়, প্রতিবারই ঈদের সময়ে ঢাকা থেকে অর্ধেকের বেশি মানুষ গ্রামে চলে যায়। যাওয়ার বাহন বাস, ট্রেন ও লঞ্চ। অনেকে বিমানে করেও ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন।

বর্তমান সরকারের প্রায় ১৫ বছর শাসনামলে রাজধানী থেকে সারা দেশের সঙ্গে জেলা ও উপজেলায় যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে ঈদসহ অন্য সময় লম্বা ছুটি পেলেই ঢাকায় বসবাস করা মানুষগুলো ছুটে যাচ্ছেন গ্রামের বাড়ি। বিশেষ করে পদ্মাসেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলের (বরিশাল, পিরোজপুর , খুলনা ও তার আশপাশের জেলা-উপজেলা) মানুষ এমনিতেই বৃহস্পতিবার হলেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ছুটে যান। আর ঈদ হলে তো কথাই নাই। এবারও তেমনটি হয়েছে। ঈদের ৫ দিনের লম্বা ছুটি পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছে মানুষ। এই ঈদুল আজহার ছুটি কাটাতে গ্রামের বাড়ি ফেরার স্রোত শুরু হয় বৃহস্পতিবার থেকে। আজ মঙ্গলবারও ওই স্রোত বয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন


পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। এবার ঈদে সরকারি ছুটি তিন দিন। অর্থাৎ ২৭, ২৮ ২৯ জুন এর সঙ্গে যোগ হয়েছে দুই দিন সাপ্তাহিক ছুটি মোট ৫ দিন। এরমধ্যে এবার একদিন (আজ মঙ্গলবার) ঈদ উপলক্ষ্যে বিশেষ ছুটি দিয়েছে সরকার। আগামী ২ জুলাই সরকারি অফিস আদালত খোলা।

গতকাল সোমবার সরকারি অফিসের শেষ কার্যদিবস ছিল। ফলে গতকাল সোমবার থেকেই রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করে। আগামীকাল বুধবারও অর্থাৎ ঈদের আগের দিন এবং ঈদের দিনও ঢাকায় বসবাস করা মানুষগুলো গ্রামের বাড়ি ফিরবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের আনন্দ কাটাতে স্বজনদের কাছে যেতে ভিড় করছে মানুষ। কেউ অগ্রিম টিকেট কেটেছেন, আবার কেউ বাস টার্মিনালে গিয়ে টিকেট সংগ্রহ করছেন।

গুলিস্তানে সরেজমিনে দেখা গেছে, ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের ভিড়। গুলিস্তান থেকে খুলনা, যশোর, গোপালগঞ্জ-পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা এবং উপজেলায় মানুষ বাসে করে যাচ্ছেন।

দোলা পরিবহনের কাউন্টার স্টাফ মো. শাওন জানান, পরিবহনের কোনো সমস্যা নেই। পনেরো মিনিট এবং আধাঘণ্টা পরপর বিভিন্ন জেলায় এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে বের হয়ে মূল সড়কে যেতে যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় গরুর হাট এবং ভাসমান গরু-ছাগলের হাটের কারণে এই যানজটে পড়তে হচ্ছে। ফ্লাইওভারেও যানজট লেগে আছে। এতে বাস আসতে এবং ঢাকার বাইরে যেতে সিডিউলের একটু হেরফের হচ্ছে।

নবাবপুর ও নর্থসাউথ রোডে যানজটের দৃশ্য চোখে পড়েছে। তবে এই যানজট বেশিক্ষণ থাকবে না বলে জানান কর্তব্যরত ট্রাফিক পুলিশ শহিদ। তিনি বলেন, ‘ঢাকার বাইরে থেকে বাসগুলো ঢাকায় প্রবেশ করছে এবং ঢাকা থেকে বের হচ্ছে। বাসটি একটু কোন কারণে সড়কে অবস্থান করলেই যানজট শুরু হয়ে যায়।’

বৃষ্টি ও রোদের সমস্যা এড়াতে যাত্রীদের সুবিধার্থে কিছু কিছু বাস কর্তৃপক্ষ কাউন্টারের সামনে সামিয়ানা টাঙিয়েছেন। বাস চালকদের অনেকেই জানিয়েছেন, রাস্তার পাশে গরু-ছাগলের হাটের কারণে যানজট ও দুর্ভোগে পড়তে হচ্ছে। এজন্য নির্দ্দিষ্ট সময়ে গন্তব্যস্থানে পৌঁছানোর ক্ষেত্রে শঙ্কা রয়েছে। সকাল সাড়ে ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের ভিড় দেখা গেছে।

সায়েদাবাদ এলাকায় ফেনী ও নোয়াখালীর বাস কাউন্টারে সালাউদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে পরিবার-পরিজনদের আগেই পাঠিয়ে দিয়েছে। যার কারণে এখানে ভিড় অনেক কম। তবে বুধবারও এসব কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড় হতে পারে।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে মানুষের স্রোত। নিরাপত্তার জন্য তৎপর র‌্যাব-পুলিশ সদস্যরা। তবে কমলাপুরে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে দুর্ভোগ হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সময়সূচি এখন পর্যন্ত ঠিক রয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ঢাকা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর