Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জেগে আছি মহাকাশ ছুঁবো বলে’


১১ মে ২০১৮ ০৩:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

বঙ্গবন্ধু স্যাটেলাইটের উড়ে যাওয়ার মুহূর্তটি দেখতে জেগে আছে বাংলাদেশ। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই রেশ পাওয়া যাচ্ছে। অপেক্ষা আর জেগে থাকার অনুভূতি প্রকাশ করছেন সবাই। লিখছেন, চির উন্নত মম শির।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অবস্থান করে তাজকিয়া ইসাবা ফেসবুকে লিখেছেন, ‘ইতিহাসের স্বাক্ষী হতে হাজির হয়েছি।’ বড় পর্দায় মুহূর্তটি দেখার অপেক্ষায় থাকা সুমিত সাহা একটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘অপেক্ষা আর অল্প কিছু সময়ের।’ ফেসবুকে মাজহারুল কবির শয়ন লিখেছেন, ‘জেগে আছি মহাকাশ ছুঁবো বলে!’

সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু লিখেছেন, ‘চির উন্নত মম শির। আরেকটি উন্নত শির মুহূর্তের অপেক্ষা। শুভেচ্ছা প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ সংগঠক কামাল পাশা চৌধুরী লিখেছেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট বাঙালির স্বপ্ন। এর সফল উৎক্ষেপণ হলে সবাইকে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ রইলো।’  লেখক ইশতিয়াক আহমেদ লিখেছেন, ‘বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা, একজন হেনরী কিসিঞ্জারকে আমরা আর কতভাবে জবাব  দেবো?’

বিজ্ঞাপন

ফেসবুকে সাংবাদিক মোস্তাাফিজুর রহমান টিটু লিখেছেন, ‘শুভক্ষণটি উপভোগ করতে টিভির সামনে বসে অপেক্ষায় আছি।’ দীপক কুমার বণিক দিপু লিখেছেন, ‘অধীর আগ্রহে অপেক্ষায় আছি, কখন রাত ২.১২ বাজবে।’ ফেসবুকের এমন হাজারো স্টাট্যাসে অনেকের ভাষ্য। জেগে আছে বাংলাদেশ। জেগে আছে ফেসবুকও।

সারাবাংলা/ইএইচটি/ এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর