Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহনের অপেক্ষায় ঘরমুখো মানুষ

আশুলিয়া করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ২১:৪১

ঢাকা: অন্যান্য বছর ঈদের আগের দু-তিন দিন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলেও এ বছর সাভারের চিত্র একেবারে ভিন্ন। স্বাভাবিক দিনের তুলনায়ও সড়ক ফাঁকা। পরিবারের টানে ঘরমুখো মানুষদের দেখা গেছে বৃষ্টিতে ভিজে যানবাহনের জন্য অপেক্ষা করতে। অনেকে আবার পরিবহন না পেয়ে নারীর টানে ছুটছেন পশুবাহী ট্রাকসহ অন্যান্য বাহনে।

মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের ঢাকা-আরিচা, বাইপাইল-আব্দুল্লাহ্পুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, মহাসড়কের কোথাও যানজটের ভোগান্তি নেই। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। বাইপাইল আব্দুল্লাহপুর নবীনগর চন্দ্র মহাসড়কেও যানজট নেই, তবে কোথাও কোথাও ধীরগতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ডে পরিবহনের জন্য অপেক্ষারত মো. নাইম শেখ বলেন, ‘এবার ঈদেও ভেবেছিলাম বাড়ি যাওয়ার সময় অনেক যানজট হবে। কিন্তু এসে দেখি তেমন গাড়িই নাই।’

নবীনগর থেকে সপরিবারে রাজশাহী যাবেন নুরুল আলম । তিনি বলেন, ‘এবার রাস্তাঘাটের পরিস্থিতি ভালো। টিকিট আগেই কেটে রেখেছিলাম। গাড়ি আসলেই রওনা হব। এবার মনে হচ্ছে যানজট ছাড়াই বাড়ি যেতে পারব। রেখেছিলাম। আজ সকাল ৯টায় গাড়ি ছাড়ার কথা।’

গোল্ডেন লাইন পরিবহনের চালক আরিফুল বলেন, ‘এখন পর্যন্ত বড় কোনো যানজটের শিকার হতে হয়নি। সড়কের পরিস্থিতি এরকম থাকলেই ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এবার।’

এবিষয়ে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী বলেন, ‘আমরা মহাসড়কে তৎপর রয়েছি। এখন পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক রয়েছে। আশা করি এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। তবে বিকেল থেকে বেশ কিছু শিল্প-কারখানা ছুটি হবে তখন সড়কে শ্রমিকদের রিজার্ভ গাড়ির সংখ্যা বাড়তে পারে। সাধারণ মানুষের বাড়ি ফেরার নির্বিঘ্ন করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ঈদযাত্রা ঘরমুখো মানুষ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর