Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৩ ০৮:৩২

ঢাকা: জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনু‌ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সা‌ড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয়। সকাল ৭টা ৪০ মিনিটে ঈদের জামাত শেষ হয়।

এর আগে, সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা বহেমানুল হক। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আব্দুল হাদী।

বিজ্ঞাপন


এদিকে বৃহস্পতিবার (২৯ জুন) বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় জাতীয় মসজিদে ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। প্রথম জামাতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

একই অবস্থা ছিল জাতীয় ঈদগাহ ময়দানেও। এখানে ঈদের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। জামাতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ সব শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সকাল থেকে বৃ‌ষ্টির ম‌ধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোরবানির ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসেন। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে তিন‌টি চেকপোস্ট পার হয়ে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা।

ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তীক্ষ্ণ নজর রাখেন। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ঈদের প্রথম জামাত জাতীয় ঈদগাহ বায়তুল মোকাররম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর