Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ৯০ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৩ ১৭:১৮

ঢাকা: এবার কোরবানির ঈদে ৮৫ থেকে ৯০ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র চেয়ারম্যান মো. শাহীন আহমেদ। তিনি বলেন, ‘মূল্যস্ফীতির কারণে এবার চামড়া সংগ্রহের পরিমাণ গত বছরের মতোই হবে। কারণ সাধারণ মানুষের আয় না বাড়ায় এ বছর কোরবানির পরিমাণ গত বছরের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেই। ফলে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ছে না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জুন) মো. শাহীন আহমেদ সারাবাংলাকে এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঈদের দিন আমরা সাধারণত চামড়া কিনি না। বিভিন্ন মসজিদ মাদরাসা থেকে কিছু কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা লবণযুক্ত চামড়া সংগ্রহ শুরু করব।’

কোরবানির ঈদে চামড়া সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন লালবাগের পোস্তার ১১০টি আড়ত। প্রয়োজন অনুযায়ী লবণসহ অন্যান্য রাসায়নিক দ্রব্যও সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা।

বরাবরের মতো এবারও কোরবানির চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২৫ জুন গত বছরের চেয়ে ৩ টাকা বাড়িয়ে চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। গত বছর ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দাম ছিল ৪০ থেকে ৪৪ টাকা।

ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির (ছাগী) চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এবার ঈদে মাঠ পর্যায়ে অর্থাৎ, লবণ ছাড়া চামড়ার দাম সম্পর্কে ধারণা দিয়েছেন কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ) এর সাধারণ সম্পাদক হাজি মো. টিপু সুলতান।

তিনি বলেন, ‘সরকার লবণযুক্ত চামড়ার দাম বেধে দিয়েছে। মৌসুমি ব্যবসায়ীদের অবশ্যই এর চেয়ে কম রেটে কাঁচা চামড়া কিনতে হবে। মাঝারি আকারের একটি গরুর চামড়া সংরক্ষণে ৮ থেকে ৯ কেজি লবণ লাগে। এর সঙ্গে শ্রমিকের খরচ, গোডাউন ভাড়া আছে।’

বিজ্ঞাপন

গরুর কাঁচা চামড়ার দাম প্রসঙ্গে টিপু সুলতান বলেন, এটা সাইজের উপর নির্ভয় করে। যেমন, বর্তমান বাজারে এক লাখ বা তার নিচের দামের গরু ছোট সাইজ বলা যায়। এসব গরুর চামড়া ২০ থেকে ২২ বর্গফুট হবে। এই আকারের লবণ ছাড়া কাঁচা চামড়া ৫০০ টাকা। এক লাখের উপরে দেড় লাখ পর্যন্ত মাঝারি সাইজের গরুর চামড়ার দাম হবে ৬০০ থেকে ৭০০ টাকা। তবে দুই লাখ বা তার উপরের গরু বড় আকারের চামড়ার দাম ৮০০ থেকে ১ হাজার টাকা। এর চেয়ে বেশি দামে কিনলে মৌসুমি ব্যবসায়ীদের লোকসান হবে।’

সারাবাংলা/জিএস/আইই

চামড়া সংগ্রহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর