Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ আনন্দে বিচ্ছিন্ন ঘোরাঘুরি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৩ ১৯:৩৪

ঢাকা: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৯ জুন) মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন। দুপুরে খাওয়া-দাওয়া শেষে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে রাজধানীবাসীর অনেকেই ঘোরাঘুরিতে বের হয়েছেন। আত্মীয়-স্বজনের বাসায় যাওয়ার পাশাপাশি এদের অনেকেই গেছেন বিনোদনকেন্দ্রে।

বিজ্ঞাপন

ঈদের দিন সকাল থেকে ঝুম বৃষ্টি ছিল। দুপুরে বৃষ্টি বন্ধ হয়। তাই দুপুরের পর থেকে বিভিন্ন বিনোদন পার্ক ও খোলামেলা স্থানগুলোতে রাজধানীবাসীর ভিড় বেড়েছে।  ঈদ বিনোদনের কথা মাথায় রেখেই বিনোদন কেন্দ্রগুলোতে সকল প্রস্তুতি আগেই নেওয়া ছিল। এখন এসব বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসীরা।

বিভিন্ন বিনোদন স্পট বা সংসদ ভবন, ধানমন্ডি লেক, হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে দুপুরের পর থেকে মানুষের ভিড় বাড়তে শুরু করে।

বিশেষ করে মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় ঈদের সময় দর্শনার্থীর ভিড় কয়েকগুণ বেড়ে যায়। ক্লান্তিকর নাগরিক জীবনে রাজধানীর হাতিরঝিল হয়ে উঠে মনোরম এক বিনোদন কেন্দ্র। এবারও দেখা গেছে দুপুর থেকেই পুরো হাতিরঝিলে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

রাজধানীর বিনোদনপ্রেমী মানুষদের অন্যতম পছন্দের আরেক জায়গা পুরান ঢাকার লালবাগ কেল্লা। প্রাচীন ইতিহাসের সাক্ষী এই কেল্লার সদর দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়ে পরী বিবির মাজার। এখানে রয়েছে দরবার হল, নবাবের হাম্মামখানা। আছে শাহী মসজিদ। লালবাগ কেল্লা প্রাচীন দুর্গ। মোগল আমলে স্থাপিত দুর্গটি একটি ঐতিহাসিক নিদর্শন। এটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ঈদের দিন মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে সেখানেও।

থিমপার্কগুলোর মধ্যে বিশেষ জনপ্রিয় ফ্যান্টাসি কিংডম। ঢাকার অদূরে আশুলিয়ায় গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রেও বিনোদনপ্রিয় মানুষের কাছে জনপ্রিয়। এতে নানা রকমের রাইডে শিশু-কিশোর যুবক যুবতীরা আনন্দে মেতে ওঠে।

সাভারের নবীনগরের অবস্থিত নন্দন পার্কে নানা রকম রাইড আর ওয়াটার ওয়ার্ল্ডের পাশাপাশি আছে ছোট চিড়িয়াখানাতে মানুষের আনাগোনা আছে। শিশু-কিশোরদের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র রাজধানীর শ্যামলীর শিশুমেলা। এখানে আছে ৪০টির মতো রাইড। পরিবারের সবার চড়ার মতো আছে ১২টি রাইড।

বিজ্ঞাপন

পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে মোগল আমলের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। সেখানেও লোকজনের আনাগোনা আছে। যাত্রাবাড়ী যাওয়ার আগে ওয়ারী প্রধান সড়কের পাশে অবস্থিত বলদা গার্ডেন, মিরপুরে অবস্থিত সুবিশাল প্রাকৃতিক পরিবেশে ঘেরা জাতীয় উদ্ভিদ উদ্যানেও মানুষের আনাগোনা রয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্কেও রাজধানীর আশপাশ এলাকায় মানুষ এসে বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করছে।

সারাবাংলা/এনআর/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর