Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশ যেন রক্ষা পায়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৩ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের হাত থেকে দেশ রক্ষা পাবে, ঈদুল আযহার দিনে এমন প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায়, সেটিই আজকের দিনে প্রত্যাশা। আমাদের কামনা হচ্ছে, দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়, আমাদের দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।’

তিনি বলেন, ‘যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়, ঈদুল আযহার দিনে সেটিই প্রত্যাশা।’

সারাবাংলা/আরডি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর