Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ছে নদ-নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ০৯:৪৯

ফাইল ছবি: সিলেটের বন্যা পরিস্থিতি

ঢাকা: কয়েকদিনের টানা বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢল। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে সকল প্রধান নদ-নদীর পানি বাড়ছে। এতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

শুক্রবার (৩০ জুন) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর- পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরিসহ বিভিন্ন নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টয় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। তবে ব্ৰহ্মপুত্ৰ- যমুনা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এর আগে, গত বুধবার তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের ৪৪ কপাট খুলে দেওয়া হয়।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর