Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ১৩:৫১ | আপডেট: ১ জুলাই ২০২৩ ১৩:৫৩

মুন্সিগঞ্জ: জেলার টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৩০) রাত ১০টায় উপজেলার বেশনাল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন— মোটরসাইকেল চালক জিসান রাজা (১৭) ও তার পেছনে বসা আপন মালত (১৬) ।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে নিহত জিসান তার দুই প্রতিবেশীকে মোটরসাইকেলে তুলে দিঘীরপাড় বাজার হতে উত্তর দিকে পুরাবাজারের দিকে যাচ্ছিল। বেশনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হানিফ মাদবরের পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহত ৩ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিঘিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শাহ আলম বলেন, নিহতের পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসইএইচটি/এনএস

মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর