Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালি থেকে শান্তিরক্ষা মিশন তুলে নিয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১ জুলাই ২০২৩ ২১:১৮

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে এক দশকের পুরনো শান্তিরক্ষা মিশন তুলে নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার (৩০ জুন) সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষী বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।

মালির ক্ষমতাসীন জান্তা সরকার সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক বাহিনীকে ‘অবিলম্বে’ প্রত্যাহরের দাবি জানানোর পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘মিনাসমা’ নামের এ শান্তিরক্ষা মিশন শেষ করল জাতিসংঘ।

ইউএন নিউজ ওয়েবসাইট অনুসারে, মালিতে দশক-পুরনো জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন শনিবার থেকে তার উপস্থিতি প্রত্যাহার শুরু করবে। যা ২০২৪ সালের ১ জানুয়ারি সম্পূর্ণভাবে শেষ হবে। মালিতে ২০১৩ সালে জিহাদি দখল প্রতিরোধে জাতিসংঘের মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮ বাংলাদেশি কর্মী মারা গেছেন।

জাতিসংঘের নীতিমালায় শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করবে সেই দেশের সরকারের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

মালির সরকার পশ্চিম আফ্রিকার দেশ থেকে অনতিবিলম্বে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছিল। এ শান্তিরক্ষা মিশনে ১৬৩৬ বাংলাদেশি সেনাসহ ১৭০০০ সৈন্য মোতায়েন ছিল।

গত ১৭ জুন এজেন্স ফ্রান্স-প্রেসে (এএফপি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুলাই দিওপ মালিতে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ মিশনের তীব্র নিন্দা করেছেন। শান্তিরক্ষার এ মিশনটি মিনুসমা নামেও পরিচিত।

জাতিসংঘের তথ্যানুসারে, শান্তিরক্ষার এ মিশনে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী দেশ। এতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য ১৩৪৮ জন, পুলিশের ২৪০ জন ও ৪৮ জন অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

সারাবাংলা/একে

জাতিসংঘ টপ নিউজ মালি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর