Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা-পয়সার হিসাব নিয়েই নুরুর সঙ্গে গণ্ডগোল: রেজা কিবরিয়া

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ২৩:১৪

ঢাকা: গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এ এম এস কিবরিয়া ছেলে ড. রেজা কিবরিয়া বলেছেন, নুরুল হক নুরুর কাছে পার্টি চালানোর জন্য প্রবাসীদের কাছ থেকে টাকা আসত। সেই টাকার হিসাব চাইতে গেলে নুরু ক্ষেপে যেত। প্রবাসীদের কাছ থেকে এবং ডোনারদের কাছ থেকে নুরুল হক নুরু কত টাকা এনেছে তার কোনো হিসাব নেই। মূলত এই সব কারণেই তার সঙ্গে গণ্ডগোল হয়েছে।

শনিবার (১ জুলাই) টেলিফোনে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সারাবাংলাকে এ সব কথা বলে রেজা কিবরিয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নুরু যে প্রক্রিয়ায় আমাকে অব্যাহতি দিয়েছে তা বৈধ নয়। বৈঠকে ৮১ জন কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে আমাকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। বৈঠকে চল্লিশজনের মতো লোক বা নেতা উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, ‘আমি আইনি লড়াই করে পদ-পদবি ফিরিয়ে আনব। এ বিষয়ে আমার আইনজীবীর সঙ্গে কথা হয়েছে।’

কিবরিয়া বলেন, ‘নুরুল হক নুরু বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। আমি সরকারে থাকলে ওকে জিজ্ঞাসাবাদ করার পদক্ষেপ নিতাম। ইসরাইলের সঙ্গে নুরুর সম্পর্ক কী তা জানার জন্য নুরুকে গ্রেফতার করা উচিত। কারণ ফিলিস্তিন তো এরইমধ্যে নুরুর বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের মধ্যে নুরুল হক নুরুর নেতৃত্বে ইসরাইলের পক্ষে একটি বড় সাপোর্ট রয়েছে। এদের গুরু কে জিজ্ঞাসাবাদ করলেই সব কিছু বের হয়ে আসবে।’

‘আপনি গণফোরামে ছিলেন। ওখানেও আপনার বনাবনি না হওয়ায় বেরিয়ে গেলেন। গণঅধিকার পরিষদের ওই একই অবস্থা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?— সারাবাংলার এমন এক প্রশ্নের জবাবে ড. রেজা কিবরিয়া বলেন, ‘বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সমস্যা রয়েছে।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু হত্যা এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বাবাকেও যারা হত্যা করেছে তারাও তো বাবার ঘনিষ্ঠ ছিলেন। রাজনীতিবিদদের মধ্যে বিভিন্ন সমস্যার কারণে দলছুট, নানা দল-উপদল এ সব হচ্ছে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

রেজা কিবরিয়া

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর