Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়রা’র জন্য এলো আরও ৩৬ হাজার টন কয়লা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৩ ১২:৫৯ | আপডেট: ২ জুলাই ২০২৩ ১৪:৩৬

ঢাকা: পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা এসেছে। ‘এমভি পাভো ব্রেভ’ নামের কয়লা ভর্তি জাহাজটি শনিবার (১ জুন) মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।

রোববার (২ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পানামার পতাকাবাহী জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর এটি কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। ইনার অ্যাংকোরেজে পৌঁছানোর পর লাইটারেজ জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। গত ৫ জুন কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর গত ২৭ জুন বিদ্যুৎ কেন্দ্রটির একাংশ উৎপাদন শুরু করে।

সারাবাংলা/জেআর/এমও
বিজ্ঞাপন

সম্পর্কে যখন সন্দেহ!
৭ জানুয়ারি ২০২৬ ১৭:২৫

আরো