Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পর প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন নিম্নমুখী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৩ ১৬:১৫

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন ছুটির পর রোববার (২ জুলাই) প্রথম লেনদেন দিবসেই পুঁজিবাজারে সূচক ও লেনদেন ছিল নিম্নমুখী। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক কিছুটা কমেছে। তবে টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেন কমেছে ২৫৫ কোটি টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে।

রোববার (২ জুলাই) ডিএসইতে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঈদের আগে গত ২৬ জুন শেষ লেনদেন দিবসে ডিএসইতে ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ, ডিএসইতে আগের দিন থেকে ২৫৪ কোটি ৬৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪৩ পয়েন্টে নেমে আসে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৫টি কোম্পানির ১৬ কোটি ৮৪ লাখ ৪২হাজার ৪৩৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।

অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮৯টি কোম্পানির ৫১ লাখ ৪১ হাজার ৮৮৭ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৪৮টির এবং অবশিষ্ট ৬৩টির দামে কোনো পরিবর্তন হয়নি। এদিন সিএসইতে মাত্র ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর আগের লেনদেন দিবসে গত ২৬ জুন সিএসইতে ৩৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৩৪ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর