Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন থেকে তিন হরিণ শিকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৩ ১৭:০৮

বাগেরহাট: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীর শুকপাড়া এলাকা থেকে তিন শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। তাদের কাছ থেকে রান্না করা হরিণের মাংস, হরিণ ধরা ফাঁদ ও ট্রলার জব্দ করা হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে আটককৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালি গ্রামের ওয়াজেদ মিয়ার ছেলে হানিফ, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে নিজাম চাপরাশি ও জালাল মিয়ার ছেলে মিরাজ।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, শনিবার দিবাগত রাতে কচিখালীর বনরক্ষীরা গোপন সংবাদে পেয়ে শুকপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তিন শিকারীকে আটক এবং এ বনের মধ্যে ফাঁদ পাতা অবস্থায় ২৫০ ফুট ফাঁদ, একটি ট্রলার ও বেশকিছু রান্না করা হরিণের মাংস জব্দ করে বনরক্ষীরা। এসময় রাসেল ও সগির নামে অপর দুই শিকারি বনের মধ্যে পালিয়ে যায় বলেও জানান তিনি।

এসিএফ জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। বন বিভাগের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/একে

শিকারি সুন্দরবন হরিণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর