Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভেচ্ছা সফরে বাংলাদেশে ফ্রান্সের নৌবাহিনীর জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৩ ১৯:৫৪

চট্টগ্রাম ব্যুরো: পাঁচদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ এফএস সার্কাফ। রোববার (২ জুলাই) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়। বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডাররের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা সেখানে ছিলেন।

এর আগে, সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ অভ্যর্থনা জানায়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্রান্সের জাহাজ এফএস সার্কাফে মোট ১৭০ জন কর্মকর্তা ও নাবিক আছেন। ১২৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটির অধিনায়কের দায়িত্বে আছেন ক্যাপ্টেন জেরোম ডুবইস।

পাঁচদিনের সফলে জাহাজটির অধিনায়ক বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়কসহ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা পতেঙ্গা, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’, চট্টগ্রাম ওয়্যার সিমেট্রিসহ দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এছাড়া ফ্রান্স ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সফর শেষে জাহাজটি ৬ জুলাই ফ্রান্সের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর