Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু ভোটের সময় নয়, ভোটের পরেও মানুষের পাশে থাকি’

সারাবাংলা ডেস্ক
২ জুলাই ২০২৩ ২০:৪৬

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু ভোট এলেই মানুষের ঘরে যাই না, ভোটের পরেও মানুষের পাশে থাকি।’

রোববার (২ জুলাই) সকালে নিজ নির্বাচনি এলাকা নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, যেন আমরা সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকি। আমরা শুধু ভোট এলেই ভোট চাইতে জনগণের ঘরে যাই না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের আগে-পরে সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আপনারা বয়স্ক ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, উপবৃত্তির টাকা পাচ্ছেন। তিনি আপনাদের টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। আপনারা বঙ্গবন্ধুকন্যার জন্য দোয়া করবেন যাতে তিনি আমৃত্যু এদেশের নেতৃত্ব দিতে পারেন।’

উপমন্ত্রী নওফেল দেওয়ানবাজার ওয়ার্ডের ঘাটফারবেগ কবরস্থানে সংস্কার ও সৌন্দর্য বর্ধনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকা অনুদান দেন। এরপর ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও কলোনিতে ঘুরে ঘুরে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি ২০টি পরিবারকে তাদের চাহিদা অনুযায়ী নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন।

উপমন্ত্রীর সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর নুরুল আলম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, বখতিয়ার ফারুক, আতিক উল্লাহ, গিয়াস উদ্দিন, বজল আহমেদ, মো. লোকমান, সাজ্জাদ আলী সাজুসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর