Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসপাতালে না থাকলেও ডা. সংযুক্তার নির্দেশনাতেই রোগী ভর্তি হতো’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৩ ২২:৫৭ | আপডেট: ৩ জুলাই ২০২৩ ১২:২০

ঢাকা: ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহা নিজের দায় হাসপাতালের ওপর চাপানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে, আঁখির মৃত্যুর পরে প্রেস বিফ্রিংয়ে এসে ডা. সংযুক্তা সাহা অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিচ্ছেন।

প্রতিষ্ঠানটি আরও বলছে, অধ্যাপক ডা. সংযুক্তা সাহার জোরপূর্বক নির্দেশনা ছিল তার অনুপস্থিতিতে তারই নামে রোগী ভর্তি করতে হবে। এর আগেও সংযুক্তার অবর্তমানে তার নামে রোগী ভর্তি হয়েছে এবং তার মনোনীত কনসালটেন্টরা রোগীর চিকিৎসা দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২ জুলাই) সেন্ট্রাল হসপিটালের পরিচালক ডা. এম এবি সিদ্দিক ও ভাইস চেয়ারম্যান ডা. এম এ কাশেমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঁখির অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে অধ্যাপক ডা. সংযুক্তা সাহা দুইটি প্রেস ব্রিফিং করেছেন। সেগুলোতে তিনি অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। এতে হাসপাতালের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ডা. সংযুক্তা সাহাকে সেন্ট্রাল হসপিটাল কোনো কমিশন দেয়নি এবং তার কাছ থেকেও কমিশন নেয়নি। হসপিটালের বিল কত এবং ডাক্তারের বিল কত তা বিলে উল্লেখ থাকে। বিল বিষয়ে ডা. সংযুক্তা সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য।

অধ্যাপক ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষকে না জানিয়ে দুবাই গিয়েছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

প্রতিষ্ঠানটি বলছে, গত ১০ জুন ডা. সংযুক্তা সাহার রোগীর অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছে এবং এর প্রমাণও আছে। এ বিষয়ে সংযুক্তা সাহার জোরপূর্বক নির্দেশ ছিল তার অনুপস্থিতিতেও তার নামে রোগী ভর্তি দিতে হবে। এর আগেও তার অবর্তমানে তার নামে রোগী ভর্তি হয়েছে এবং তার মনোনীত কনসালটেন্টরা রোগীর চিকিৎসা দিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রেস ব্রিফিংয়ে সংযুক্তা সাহা বলেছেন, সেন্ট্রাল হসপিটালে কোনো নিয়ম-কানুন নেই। সেন্ট্রালের যদি নিয়ম কানুন না থাকে, তাহলে ডা. সংযুক্তা সাহা ২০০৭ সাল থেকে কীভাবে অত্র প্রতিষ্ঠানে কাজ করলেন? তাছাড়া বিভিন্ন ভিডিওর মাধ্যমে হসপিটালকে প্রমোট করলেন কেন?

বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডা. সংযুক্তা সাহা একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন সেন্ট্রাল হসপিটালে বেশি সময় দেন তাই তিনি অন্য একটি প্রতিষ্ঠানের চেম্বার করা বন্ধ করেছেন। সেন্ট্রালের যদি নিয়ম কানুন না থাকে তাহলে তিনি অন্য একটি প্রতিষ্ঠান ছেড়ে আসলেন কেন? প্রকৃত অর্থে তিনি সেন্ট্রালের সার্ভিস ও সিস্টেম সম্পর্কে সব সময় সেন্ট্রাল কর্তৃপক্ষকে ধন্যবাদ প্রদান ও প্রশংসা করেছেন।

সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের সহকারী মো. জমিরের সঙ্গে রোগীর কথোপকথনের রেকর্ড, রাত সাড়ে ১০টার পর থেকে রাত ৩টা পর্যন্ত ওই রোগীর বিষয়ে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার মোবাইলের কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের কথোপকথন ফরেনসিক করে রেকর্ড যাচাই করলে সব স্পষ্ট হয়ে যাবে বলেও দাবি করে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. শাহজাদী জানান যে সংযুক্তা সাহার সঙ্গে ওই রোগীর বিষয়ে মোবাইলেও কথা হয়েছে। সংযুক্তা সাহার মোবাইলটি ফরেনসিক টেস্ট করলে সুস্পষ্ট তথ্য পাওয়া যাবে—উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল হাসপাতাল দাবি করে, ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হাসপাতাল ছাড়া আরও হাসপাতালে চেম্বার করতেন। প্রকৃত বিষয় হচ্ছে, নরমাল ডেলিভারি এবং নিজের রোগীদের জন্য ডা. সংযুক্তা সাহার টিম ছিল। তার অন কল ডাক্তার ছিল। অন কল ডাক্তাররাই তার রোগী ডিল করতেন। সেন্ট্রালের ডাক্তাররা ডা. সংযুক্তা সাহা ও তার টিমের নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করেন মাত্র। আঁখিকে ডা. সংযুক্তা সাহার আন্ডারে ভর্তির বিষয়ে প্রশাসন/ম্যানেজমেন্টের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় কুমিল্লা জেলার তিতাস উপজেলা থেকে আসা মাহবুবা রহমান আঁখিকে। পরবর্তীতে ভুল চিকিৎসা ও সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণায় নবজাতক শিশুকে হারানোর পাশাপাশি মাহবুবা রহমান আঁখি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ জানান তার স্বামী। ১০ জুন সেন্ট্রাল হাসপাতাল থেকে আঁখিকে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ১৫ জুন ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন ইয়াকুব আলী। মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর ১৫ জুন ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে ১৮ জুন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান মাহবুবা রহমান আঁখি।

এ ঘটনায় একে অপরকে দোষারোপ করে এরইমধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ ও ডা. সংযুক্তা সাহা।

সারাবাংলা/এসবি/একে

ডা. সংযুক্তা সেন্ট্রাল হসপিটাল