Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন খুলনা-বরিশাল-গাজীপুর সিটির মেয়র ও কাউন্সিলররা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৩ ১১:২৮

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র। একই সময়ে এসব সিটির কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছে।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

বিজ্ঞাপন

একইস্থানে দুপুর ১২টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার মো. আব্দুল আউয়াল পান ৬০ হাজার ৬৪ ভোট।

একই দিনে বরিশাল সিটির নগরপিতা হন আবুল খায়ের আবদুল্লাহ। ফলাফল অনুযায়ী বরিশালের নতুন মেয়র নৌকা প্রতীকে পান ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পান ৩৩ হাজার ৮২৮ ভোট।

এর আগে, ২৫ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৬ হাজার ১৯৭।

সারাবাংলা/এনআর/ইআ

শপথ গ্রহণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর