Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৩ ১১:৫৪

দিনাজপুর: ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি শুরু হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।

ঈদের ছুটি শেষে আজ থেকে ফের আমদানি-রফতানি শুরু হয়েছে। আজ ভারত থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা, ভুষিসহ বিভিন্ন পণ্য আমদানি হবে বলে জানান তিনি।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর