কাঁচা মরিচও কেন আমদানি করতে হচ্ছে— জানতে চান প্রধানমন্ত্রী
৩ জুলাই ২০২৩ ১৩:০২
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হয়। কেন করতে হচ্ছে? আমি জানি বর্ষাকালে খেতে পানি উঠে যায়। মরিচ তোলা যায় না বা মরিচ পচে যায়। সেজন্য সমস্যা হয়, এখন থেকে আমাদেরও কিছু ব্যবস্থা করতে হবে।’
সোমবার (৩ জুলাই) সকালে কার্যালয়ের শাপলা হলে খুলনা-বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় মরিচ উৎপাদন করতে ছাদবাগান অথবা ভাসমান বাগান ঝুলন্ত বাগান করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজের সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন ফসল উৎপাদন করা হচ্ছে। এমন কি ছাদে মরিচ গাছও আছে বলে জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের যার যার এলাকায় যদি কেউ ভূমিহীন-গৃহহীন পরিবার থাকে তাহলে খোঁজখবর নিয়ে নেবেন। আমি বলে দিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় একটি মানুষও ভূমিহীন থাকবে না। কেউ না খেয়ে কষ্ট পাবে না৷ যার যেখানে জমি আছে যা আছে সবাই যা পারেন উৎপাদন করবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা। তাই খাদ্য উৎপাদনে আমাদের আরও বেশি গুরুত্ব ও জোর দিতে হবে। জাতির পিতা বলে গেছেন, ভিক্ষুক জাতির কোন ইজ্জত থাকে না। আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। এখনকার বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। এখনকার বাংলাদেশকে বিশ্বব্যাপী সকলেই এখন সম্মানের চোখে দেখে। আমরা এই উন্নতিটা করতে পেরেছি বলেই এটা সম্ভব হয়েছে।’
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয় আবার মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করে চলতে হয় বলেও জানান তিনি।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত ৩ মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এরপর এসব সিটির কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। একইস্থানে দুপুর ১২টার দিকে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।
সারাবাংলা/এনআর/এমও