প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বকাপজয়ী মার্টিনেজের সাক্ষাৎ
৩ জুলাই ২০২৩ ১৪:৩৮
ঢাকা: ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্টিনেজ ও প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি আর্জেন্টিনার জার্সি সরকারপ্রধান শেখ হাসিনাকে উপহার দেন।
মূলত কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় আসছেন মার্টিনেজ। ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ায় মার্টিনেজ বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমের কল্যাণে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্ত-সমর্থকদের আবেগ উচ্ছ্বাসের ব্যাপারে অবগত তিনি।
সোমবার রাতে কলকাতায় পা রাখার কথা তার। পরদিন মঙ্গলবার মিলনমেলা প্রাঙ্গণে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাকে। এ সময় ‘তাহাদের কথা’ নামে একটি আলোচনাতেও অংশ নেবেন মার্টিনেজ। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় তিনি কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন।
সারাবাংলা/এনআর/আইই