Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুলতবি হওয়া বাজেট অধিবেশন বসবে মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৩ ১৫:৩৮

ঢাকা: টানা ৭ দিন মুলতবি থাকার পর আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় আবারও বসছে বাজেট অধিবেশন। আগামী ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ মে সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন আহ্বান করেন। গত ৩১ মে বিকেল ৫টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছিল।

২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বাজেটের নাম দিয়েছেন ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’।

বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ শতাংশ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়। যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বাজেট অধিবেশন

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর