খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে
৩ জুলাই ২০২৩ ২০:৫৮
ঢাকা: দেশে সার্বিক মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য পণ্যে। জুন মাসে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশে, যা গত মে মাসে ছিল ৯ দশমিক ৯ দশমিক ২৪ শতাংশ। এর আগে গত বছরের আগস্টে এ হার দাঁড়িয়েছিল ৯ দশমিক ৯৪ শতাংশে। এরপর কমতে শুরু করলেও এখন আবার বাড়ছে। গত এপ্রিলে এই হার ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। তারও আগে ২০২২ সালের জুন মাসে খাদ্যে মূল্যষ্ফীতি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ।
জাতীয়ভাবে জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশে, যা গত মে মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। এক্ষেত্রে সামান্য কমেছে। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি জুনে কমে হয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৯৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সিপিআই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সোমবার ( ৩ জুলাই) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সারাবাংলাকে বলেন, ‘খাদ্যে এত বেশি মূল্যস্ফীতির হার বৃদ্ধি পাওয়ার কারণ বলতে পারছি না। মূল্যস্ফীতি হিসাবের প্রধান আইটেমই হচ্ছে চাল। কিন্তু নতুন করে চালের দাম বাড়েনি। তবে যে সময়ে বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয় সে সময়টিতে চিনি ও পেঁয়াজের দাম ব্যাপক বেড়ে গিয়েছিল। সম্ভবত সেই দামের প্রভাবটাই পড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শহারে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া খাদ্য পণ্যের মূল্যষ্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ২৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৯০ শতাংশ।
এদিকে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যষ্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ, যা তার আগে মাসে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫২ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৩ শতাংশ।
বেড়েছে মজুরি হার: বিবিএসের প্রতিবেদনে মজুরি হারের সূচকে জুনে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশে, যা মে মাসে ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। কৃষি খাতে জুন মাসে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। এ ছাড়া শিল্পে মজুরি হার বেড়ে হয়েছে ৭ শতাংশ, যা মে মাসে ছিল ৬ দশমিক ৯১ শতাংশ এবং সেবা খাতে এই হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৭৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৬৬ শতাংশ।
সারাবাংলা/জেজে/একে