আড়তের পাশে কাঁচা মরিচ খুচরায় ১০০ টাকা হেরফের
৩ জুলাই ২০২৩ ২২:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কাঁচা মরিচের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে দেখা যায়, আড়তে ১৬০-১৭০ টাকার কাঁচামরিচ খুচরায় বিক্রি হচ্ছে অন্তত ১০০ টাকা বেশি।
সোমবার (৩ জুলাই) দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ।
অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান সারাবাংলাকে বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল, কাঁচা মরিচের বাজার মনিটরিং করা। আমরা সেখানে দেখতে পাই, আড়তদাররা যেখানে ১৬০-১৭০ টাকায় কেজিতে কাঁচা মরিচ বিক্রি করছে, সেখানে পাশে খুচরায় বিক্রি হচ্ছে ২২০-২৬০ টাকায়।’
‘খুচরা বিক্রেতারা আড়ত থেকে কাঁচা মরিচ কিনে এনে বাড়তি দরে বিক্রি করছিল। আবার আড়তদারেরা আমাদের মূল্য তালিকা ও ক্রয় ভাউচার দেখাতে পারেনি। এ জন্য কাঁচা মরিচের আড়তদার মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এ ছাড়া প্রণব ট্রেডার্স ও রিয়াজ এন্টারপ্রাইজ নামে আরও দু’টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।
সারাবাংলা/আইসি/একে