Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি আফতাব আহমেদ আর নেই, ফের একা গুলতেকিন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৩ ০৯:০৭ | আপডেট: ৪ জুলাই ২০২৩ ১৫:০৭

ঢাকা: সাবেক অতিরিক্ত সচিব, কবি আফতাব আহমেদ আর নেই। সোমবার (৪ জুন) রাত ১০টায় ঢাকায় বনানীর ইয়র্ক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত আফতাব আহমেদ গুলতেকিন খানের স্বামী ছিলেন।

তার স্বজন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। আফতাব আহমেদ দীর্ঘদিন যকৃত প্রদাহ ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন। আফতাব আহমেদের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু সাংবাদিক ফরিদ কবিরও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আফতাব আহমেদ বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। প্রায় এক বছর আগে তার একবার স্ট্রোক হয়েছিল।

ব্যারিস্টার স্ত্রীর সঙ্গে ১০ বছর আগে ছাড়াছাড়ির পর ২০১৯ সালের অক্টোবরে গুলতেকিন খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। গুলতেকিনের প্রথম সংসার ছিল উপন্যাসিক হুমায়ুন আহমেদের সঙ্গে।

সারাবাংলা/এমও/রমু

আফতাব আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর