Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৫ জুলাই ২০২৩ ১৪:২৬

গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। একটি ভূগর্ভস্থ অস্ত্র তৈরির স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন থেকে সকল সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। গত সোমবার ভোরে জেনিনের শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছিল ইসরাইল। একইসঙ্গে একাধিক সাঁজোয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে স্থল সেনা এবং বিমান থেকে মিসাইল ছুঁড়ে জেনিন আক্রমণ করে ইসরাইলি সেনারা। ওই অভিযানে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। শিবির ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন প্রায় ৩ হাজার ফিলিস্তিনি।

বুধবার যখন জেনিন থেকে সকল সেনা সরিয়ে নেওয়ার দাবি করেছে ইসরাইল তখন গাজা উপত্যকায় বিমান হামলার খবর পাওয়া গেল। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল দানিয়েল হ্যাগারি এক ঘোষণায় গাজায় হামলার তথ্য জানান।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর