Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিত্রনায়ক শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৩ ১৬:৪৬

চিত্রনায়ক শাকিব খান

ঢাকা: চাঁদাদাবির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের দায়ের করা মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হল।

বুধবার (৫ জুলাই) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়েদা হাফসা ঝুমার আদালত এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৯ আগস্ট তারিখ ধার্য করেছেন আদালত।

একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী। আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।

শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এসব তথ্য জানান।

এদিকে অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

গত ২৩ মার্চ শাকিব খান বাদী হয়ে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

জানা যায়, অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় শাকিব খানের বিরুদ্ধে সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খানের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করেছেন রহমত উল্লাহ।

সারাবাংলা/এআই/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর