Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদত্যাগের প্রশ্নে সরকারের তালবাহানার কোনো অবকাশ নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৩ ১৭:৩৮

ঢাকা: গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘পদত্যাগের প্রশ্নে সরকারের তালবাহানা করার কোনো অবকাশ নেই। সংবিধানের দোহাই দিয়ে সরকার ও সরকারি দলের ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই। সরকারের পদত্যাগের ঘোষণার আগে তাদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।’

বুধবার (৫ জুলাই) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের মুলতবি সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় নেওয়া এক প্রস্তাবে বলা হয়েছে, ‘অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের পদত্যাগের প্রশ্নে তালবাহানা করার কোন অবকাশ নেই। ২০১৪ আর ২০১৮ সালে নজিরবিহীন ভোট জালিয়াতি আর একতরফা নির্বাচনী তামাশার পর এই সরকারের অধীনে আরও একটি সাজানো নীল নকশায় জাতীয় নির্বাচনের প্রশ্নটাই অবান্তর।’

অপর এক প্রস্তাবে দম্ভ ও কূটকৌশল পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দলের প্রতি আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয়, ‘সরকারের পদত্যাগ ও অন্তর্র্বতী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সাথে আলোচনার সুযোগ রয়েছে। এর আগে সরকার ও সরকারি দলের কোনো ফাঁদেই বিরোধী দলসমূহের পা দেওয়ার কোনো অবকাশ নেই।’

সভায় চলমান গণসংগ্রামকে আরও জোরদার করতে আন্দোলনরত সব গণতান্ত্রিক শক্তি ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়। আন্দোলনের যৌথ ঘোষণা ও গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।

সভায় কাঁচা মরিচ, পেঁয়াজসহ অতি আবশ্যক খাদ্যপণ্যের ‘ফ্রি স্টাইল‘ মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করা হয়। নেতারা বলেন, ‘সরকারের ব্যর্থতায় বাজারে পুরোপুরি নৈরাজ্য দেখা দিয়েছে।’

বিজ্ঞাপন

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

সভায় আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা জিন্নুর রহমান দিপু সাকিব আনোয়ার, জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, রাষ্ট্রসংস্কার আন্দোলনের নেতা হাসিব উদ্দিন হোসেন ও ফরিদুল হক।

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণতন্ত্র মঞ্চ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর