Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে আসনপ্রতি আবেদনকারী ১৩ শিক্ষার্থী

ইবি করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৩ ০৯:৪৭

ইবি: ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হয়ে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তির জন্য আবেদন করেছেন ২৭ হাজার ৩৪৩ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়টিতে ৩২টি বিভাগে দুই হাজার ৫০টি আসনের বিপরীতে আসনপ্রতি আবেদনকারী ১৩ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৬ জুলাই) সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ৯৭০টি (মানবিক ও বাণিজ্য বিভাগসহ), ‘বি’ ইউনিট অর্থাৎ মানবিকের শিক্ষার্থীদের জন্য ৬৪২টি (বাণিজ্যসহ), ‘সি’ ইউনিট অর্থাৎ বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ৪৩৮টি (মানবিকসহ) আসন বরাদ্দ রয়েছে।

এর আগে, ২০ জুন শুরু হয়ে ২৭ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রম শেষ হয়। এতে সর্বোচ্চ আবেদনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৯ হাজার ৯৮৯ জন।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সময়ক্ষেপণ রোধে তিনটি ধাপেই ভর্তি কার্যক্রম শেষ করে জুলাই কিংবা আগস্টেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি।

সারাবাংলা/ইআ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর