দক্ষিণ আফ্রিকায় গ্যাস লিকেজে নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই ২০২৩ ১১:০৫
৬ জুলাই ২০২৩ ১১:০৫
ঢাকা: দক্ষিণ আফ্রিকার একটি বস্তিতে বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিকেজে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
বুধবার (৫ জুলাই) রাতে জোহানেসবার্গ শহরের অনুমোদনহীন একটি বস্তিতে এ ঘটনা ঘটে।
দেশটির জরুরি সেবাবিষয়ক দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেবাবিষয়ক দফতরের মুখপাত্র উইলিয়াম নাটলাদি জানান, নিহতদের মধ্যে পাঁজন নারী ও তিনজন শিশু রয়েছে।
প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় অবৈধ খনি কার্যক্রমে বিষাক্ত এই গ্যাস ব্যবহার করা হচ্ছিল।
এছাড়া, কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সারাবাংলা/ইআ