Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্যগুদামে ‘মারামারিতে’ নৈশপ্রহরীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৩ ১৮:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সরকারি খাদ্যগুদামে দুই নৈশপ্রহরীর ‘মারামারিতে’ একজনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) রাতে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাটে সরকারি খাদ্যগুদামে (দেওয়ানহাট সিএসডি) এ ঘটনা ঘটে।

মৃত ওসমান গণি (৪০) এবং আটক মো. জিয়া, দুইজনই ওই খাদ্যগুদামে কর্মরত স্থায়ী কর্মচারি বলে পুলিশ জানিয়েছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি, দুই নাইট গার্ডের মধ্যে আগে থেকে কলহ ছিল। গত (বুধবার) রাতে প্রথমে তারা তর্কাতর্কিতে জড়ান। একপর্যায়ে খাদ্যগুদামে দু’জন মারামারি শুরু করেন। আহত অবস্থায় ওসমানকে কর্তব্যরত এক আনসার সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

‘আজ (বৃহস্পতিবার) সকালে খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশ হেফাজতে নিই। ওসমানের মাথায় এবং হাতে ও পায়ে জখমের চিহ্ন আছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মারধরে আঘাত পেয়েই তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আরও বিস্তারিত জানা যাবে।’

পুলিশ পরিদর্শক আজিজুল আরও জানান, সকালে খাদ্যগুদাম থেকে জিয়াকে আটক করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর