Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পণ্য নিয়ে বাংলাদেশে না আসার হুঁশিয়ারি ভারতীয় ট্রাক চালকদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৩ ১৬:৩৮

দিনাজপুর: হিলি স্থলবন্দরের প্রধান সড়ক সংস্কার না করলে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় ট্রাক চালকরা। একইসঙ্গে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাজেশ আগরওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

চিঠিতে ভারতীয় ব্যবসায়ীরা উল্লেখ করেছেন, হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটের রেললাইন থেকে পানামা হিলি পোর্ট লিংক গেট পর্যন্ত সড়কটি এতটাই ক্ষতিগ্রস্ত যে, চালক ও সহকারীরা জীবনের ঝুঁকি ট্রাক চালাচ্ছেন। প্রতিদিন একাধিক পণ্যবাহী ট্রাক চলাচল করতে গিয়ে উল্টে যায়। মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। এতে ট্রাকের যেমন বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে, তেমনি চালক ও সহকারীরা আহত হচ্ছেন। ফলে দুই দেশের পণ্য আমদানি-রফতানি ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুনর্নির্মাণ না করলে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে আসবেন না ভারতীয় ট্রাক চালকরা।

সারাবাংলা/এমও

ট্রাক চালক দিনাজপুর হিলি স্থলবন্দর হুশিয়ারি


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর