ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর, যুবক আটক
৮ জুলাই ২০২৩ ১৫:৩০
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
শনিবার (৮ জুলাই) সকালে আকর্ষিক ভাবে এক যুবক বেলচা হাতে নিয়ে তালা ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে। সে বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে চুরমার করে। এ সময় একজন উপ-পুলিশ পরিদর্শক এগিয়ে এলে তার ওপর হামলা চালানো হয়, এতে তিনি আহত হন।
এ ঘটনায় আটক যুবক নাসিরউদ্দীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা মারাধার পারুল পাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আহত উপ-পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, ‘হামলার ঘটনায় নাসির উদ্দীন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে ঘটনাটি কেন ঘটিয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’
সারাবাংলা/এমও