‘সংলাপের টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা আসেনি’
৮ জুলাই ২০২৩ ১৯:০৪
জয়পুরহাট: জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘নিঃসন্দেহে রাজনীতিতে সংলাপ, গোলটেবিল, আলোচনা ভাল বিষয়, কিন্তু সংলাপের টেবিলে বসে বাংলাদেশের স্বাধীনতা আসেনি।’
শনিবার (৮ জুলাই) জয়পুরহাট-২ নির্বাচনী এলাকার আক্কেলপুর উপজেলায় ১০টি গ্রামীণ রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
স্বপন বলেন, ‘আজকে বিশ্বসেরা রাষ্ট্রনেতা শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উত্থান এবং দারিদ্র্য বিমোচনে ঈর্ষণীয় সাফল্য তা সংলাপের টেবিলে বসে অর্জিত হয়নি। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিহত করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সংলাপের টেবিলে বসে সাধিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘মানবাধিকারের ছবক দেওয়ার আগে যুক্তরাষ্ট্র-কানাডাকে আমাদের জাতির পিতা, নারী ও শিশুর আত্মস্বীকৃত খুনিদের ফেরত দিতে বলুন। যুক্তরাজ্যকে ৭১-এর নরঘাতক যুদ্ধাপরাধী এবং গ্রেনেড হামলা করে ২৪ জন বাংলাদেশের নাগরিক হত্যাকারী, এফবিআই কর্তৃক স্বীকৃত দুর্নীতিবাজকে বাংলাদেশে ফেরত দিতে বলুন। জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে সখ্যতা বর্জন করুন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, জয়পুরহাট জেলা চেম্বার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবীর, পৌর মেয়র শহীদুল আলমসহ অনেকে।
সারাবাংলা/এনআর/এমও