শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু ঠেকাতে মাউশির জরুরি নির্দেশনা
৮ জুলাই ২০২৩ ২০:৪৯
ঢাকা: সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মশাবাহিত ডেঙ্গুর বিস্তার রোধে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।
গত বৃহস্পতিবার (৬ জুলাই) মাউশির পক্ষ থেকে এই নির্দেশনা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফরের উপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস।
শনিবার (৮ জুলাই) তিনি বলেন, ‘দেশে ডেঙ্গু বিস্তার রোধে গত বৃহস্পতিবার (৬ জুলাই) শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।’
মাউশির নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ এবং ভবনগুলোর মাঝে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র।
ডেঙ্গু বিস্তার রোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটি পরবর্তী খোলার পর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
১) খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;
২) মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে;
৩) শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সৌন্দর্য বর্ধনের জন্য যেসকল ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে:
৪) এছাড়া, এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে;
৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যহ শিক্ষার্থীদের অবহিত করতে হবে।
সারাবাংলা/এসবি/এমও