Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ষড়যন্ত্র-বাধা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৩ ২৩:০৭

চট্টগ্রাম ব্যুরো: দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৮ জুলাই) সকালে নিজ নির্বাচনি এলাকার দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর ও চরচাক্তাইয়ের বিভিন্ন কলোনিতে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন উপমন্ত্রী। এ সময় তিনি ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেন।

বিজ্ঞাপন

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বতর্মান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই, যে খাতে অগ্রগতি হয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

এ সময় দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, নগর যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চট্টগ্রাম পুরাতন কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাদল ও অর্থ সম্পাদক নুর মোহাম্মদ উপমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

নওফেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর