Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরণখোলায় ডেঙ্গুতে ১ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৩ ১৬:৫২

ফাইল ছবি

বাগেরহাট: জেলার শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কৌশিক নন্দী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস ডেঙ্গুতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু কৌশিক উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার নন্দীর একমাত্র সন্তান।

বিজ্ঞাপন

নিহত শিশুর বাবা সমীর কুমার নন্দী জানান, গত শুক্রবার (৭ জুলাই) রাতে তার ছেলের প্রচণ্ড জ্বর ওঠে। সকালে প্রথমে উপজেলা সদরের হাসপাতাল গেটের মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে পরীক্ষা করানো হলে ডেঙ্গু ধরা পড়ে। পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, শরণখোলা হাসপাতালের পরীক্ষায় চলতি মাসে পাঁচ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে খুব কম খরচে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে। ডেঙ্গু আইসোলেশন সেন্টারও রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

সারাবাংলা/জেবি/পিটিএম

ডেঙ্গু মৃত্যু শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর