‘জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে’
৯ জুলাই ২০২৩ ২২:২৬
সিরাজগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। যাকে খুশি তাকে দেবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফের সরকার গঠন করবে। যদি অন্য কাউকে দেয় তাহলে তারা সরকার গঠন করবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে।
রোববার (৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই নির্বাচনে যারা বাধা দিতে আসবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের চাওয়ার প্রতিফলন ঘটবে।’
তিনি বলেন, ‘মির্জা ফখরুল আপনি কিসের মুক্তিযোদ্ধা, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনাকে মেনে চলেন? কি কারণে আজ আপনাদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নিতা হবে। আপনি বিএনপির সঙ্গে থেকে যখন দেশদ্রোহীদের লালনপালন করছেন তখন আপনার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’
তিনি আরও বলেন, ‘আজ তারা গণতন্ত্রের কথা বলে। যারা দেশের ক্ষতি করে, দেশের দুর্নাম করে- তারা দেশের শত্রু। আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করা যায়, কিন্তু যে আন্দোলনের সঙ্গে জনগণের স্বার্থ ও সংশ্লিষ্টতা থাকে না সেই আন্দোলনে সফল হওয়া যায় না। এ কারণেই বিএনপির আন্দোলন সফল হয় না। তাদের মুখেই শুধু আন্দোলন। আন্দোলনের নামে তারা বোমাবাজি করে, আগুন সন্ত্রাস করে, মানুষ খুন করে ভয় দেখাতে চায়।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এই সিরাজগঞ্জেই মির্জা ফখরুলের সামনে রঞ্জন নামে বিএনপির এক নেতা বললেন, আমাদের একটাই লক্ষ্য- প্রধানমন্ত্রীকে হত্যা করা। আপনার সামনে যখন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় আপনি তখন বাধা দেন না। আপনাদের লক্ষ্যই প্রধানমন্ত্রীকে হত্যা করা। তাই মুখ ফসকে আসল ও সত্য কথাটাই আপনাদের মুখ থেকে বের হয়ে গেছে।’
নেতাকর্মীদের উদ্দেশে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা নির্বাচনের জন্য অপেক্ষায় থাকব না। এখন থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করব। মানুষকে সরকারের উন্নয়নের চিত্র দেখিয়ে ও সার্বিক কিছু বুঝিয়ে ভোট নিয়ে ফের আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাব। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের আরও ত্যাগ করতে হবে।’
নাছিম বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতাবিরোধী শক্তি, যারা যুদ্ধের সময় হায়নাদের পক্ষে লড়াই করেছিল সেই জামায়াত-বিএনপি আজ মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের অপকর্ম কিন্তু এখনো শেষ হয়নি। তারা এখনো সার্বভৌমত্ব বাংলাদেশ মেনে নিতে পারে না। বাঙালির জাগ্রত বিবেকের ওপরে তারা হানা দিয়েছে। তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর সর্বাত্মক চেষ্টা করেছে।’
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা আংশিক) আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী প্রমুখ।
সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কোবাদ হোসেন, সদস্য ইমেলদা হোসেন দীপা, মো. নজরুল ইসলাম ও মোতালেব হোসেন অপু প্রমুখ।
সারাবাংলা/আরএ/পিটিএম