মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের অগ্রগতি জানতে চায় সংসদীয় কমিটি
৯ জুলাই ২০২৩ ২২:৩৭
ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা, সেতু ও সামাজিক প্রতিষ্ঠানের নামকরণের বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে উপজেলা পর্যায়ে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, এ বি তাজুল ইসলাম ও কাজী ফিরোজ রশীদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, গত বছর সংসদীয় কমিটির বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা, সেতু ও সামাজিক প্রতিষ্ঠানের নামকরণের সুপারিশ করা হয়। ওই সুপারিশ বাস্তবায়নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়।
গত বছরের ২৮ মার্চ স্থানীয় সরকার বিভাগের জারি করা অফিস আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত সড়ক ও অন্যান্য অবকাঠামোর নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে করা সংক্রান্ত আবেদন ও প্রস্তাব যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের (উন্নয়ন) নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি আছে। এ অবস্থায় সংসদীয় কমিটির ত্রয়োদশ বৈঠকের সিদ্ধান্তের আলোকে জেলা ও উপজেলার বিভিন্ন রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
সংসদীয় কমিটির রোববারের বৈঠকে এ বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়। কিন্তু, সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় আগামী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়।
বৈঠকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিতব্য স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিক্ষেত্র নির্মাণের ক্ষেত্রে কিছু নকশাগত পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।
সারাবাংলা/একে