Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশা কামড় দিলেও সেটি সরকারের দোষ: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৩ ১৪:৩৫

ঢাকা: ডেঙ্গুর ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে তো একটা সমস্যা হচ্ছে যে, যা কিছু হোক সব কিছুর দোষ সরকারের। মশা কামড় দিলেও সেটি সরকারের দোষ! মশা মারে না কেন? কত মশা মারবে? মশার তো প্রজন্ম (প্রজনন) হার অনেক বেশি। কিন্তু সেই প্রজন্ম (প্রজনন) যেন বাসায় না হতে পারে, যার যার নিজের বাড়ি ঘর সাফ রাখতে হবে। নিজের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের চামেলি হল থেকে ঢাকা মেডিকেল কলেজ প্রান্তে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়াতে সবাইকে বাসা-বাড়িসহ আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডেঙ্গুর ব্যাপারে জনসচেতনতাই বেশি দরকার। কারণ যার যার বাড়িঘর কিন্তু সাফ রাখা মশা যেন না থাকে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সেদিন আমাকে আমাদের উত্তরের মেয়র সাহেব বললেন যে, এত বড়লোক বিশাল বিশাল ফ্ল্যাটে থাকে। তাদের অনেক বাড়ির ভেতর মশার প্রজন্ম ক্ষেত্র তৈরি হয়ে আছে। ওনারা নিজেরা কিন্তু সাফ করবে না। সেটি বোধহয় সরকারকে গিয়ে করে দিয়ে আসতে হবে। বাড়িঘর তাদের, থাকে তারা, কমিটিও আছে সব আছে; কিন্তু তারা নিজেরা করবে না। যারা ফ্লাটে থাকেন নিজেরা টাকাও দিচ্ছেন মেইনটেন করার জন্য। তাদের কাছ থেকে টাকাও যাচ্ছে। কিন্তু ওটা সাফ করবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা নিজের ব্যাপার। নিজেকেই সচেতন থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটা নিজস্ব ব্যাপার।’

চিকিৎসকদেরও জনগণকে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে সচেতন করে তোলার ব্যাপারেও জোর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে বেশি বেশি করে গবেষণার ব্যাপারে জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের ডাক্তাররা সুস্থ মানে জনগণ সুস্থ। কাজেই জনগণ সুস্থ মানে সুস্বাস্থ্যের অধিকারী বাংলাদেশ। আর এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলব।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে নতুন প্ল্যান বাস্তবায়ন হলে রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/একে

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর