Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে হঠাৎ ককটেল বিস্ফোরণ, আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৩ ০০:১৮

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মগবাজার দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আরও একটি ককটেল ছিল তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।’

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ককটেল বিস্ফোরণ মগবাজার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর