Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁঠাল পাড়তে গিয়ে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৩ ১৭:৪৬

ঢাকা: রাজধানীর আজিমপুরে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে আলম (৬০) নামে এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) পৌনে ৩টার দিকে লালবাগ আজিমপুর ওয়েস্ট এন্ড হাইস্কুলের ভেতরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আলমের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি হাজারীবাগ এনায়েতগঞ্জ এলাকায় থাকতেন এবং ওয়েস্ট এন্ড হাই স্কুলের পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন।

আলমকে হাসপাতালে নিয়ে আসা স্কুলের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন জানান, স্কুলে ভেতরে একটি গাছে কাঁঠাল পাড়তে উঠেছিলেন আলম। হঠাৎ গাছের ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালের নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আলমের ছেলে জুবায়ের হোসেন জানান, বিকেলে ওই স্কুলের এক শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছেন তার বাবা গাছ থেকে পড়ে গেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর