Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৩ ১৮:২৩

ঢাকা: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দলের চার জন সদস্য।

মঙ্গলবার (১১ জুলাই) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুপুর ২টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ইইউ প্রতিনিধি দল আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। উনারা আমাদের কাছে নির্বাচন এবং নির্বাচনসংশ্লিষ্ট আইন-কানুন জানতে চেয়েছেন। নির্বাচন কমিশনের আরপিওর বিভিন্ন বিষয় সম্পর্কেও তারা জানতে চান। আমরা তাদের এসব আইন কানুন বিস্তারিত বলেছি।’

এদিকে, বৈঠক চলাকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট কেয়ারটেকার’, ‘উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন’, ‘ডিএসএ ইজ এ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন। পাশাপাশি এসব স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এরপর বেলা ৩টার দিকে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দল অ্যাটর্নির কার্যালয় ত্যাগের সময়ও বিএনপিপন্থি আইনজীবীরা উচ্চ স্বরে স্লোগান দিতে থাকে। এ সময় সেখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ সদস্যদের তৎপর হতে দেখা যায়। তখন সেখানে পুলিশ সদস্যরা কর্ডন দিয়ে ইইউ প্রতিনিধি দলকে নিরাপদে তাদের গাড়িতে পৌঁছে দেন।

পরে বিএনপিপন্থী আইনজীবীদের নেতা এবং জাতীয়বাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘ইইউ প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বের হওয়ার সময় তাদের বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং আমরা তাদের নিরাপদে গাড়িতে পৌঁছে দিতে সহায়তা করেছি। আমরা আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় সেখানে বিক্ষোভ করেছি।’

এদিন দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অ্যাটর্নি জেনারেল ইইউ প্রতিনিধি দল টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর